অমিত চক্রবর্তী, নালিতাবাড়ীঃজ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ৩১ মে শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘ মৃৎশিল্প ও আমাদের লোকজ সংস্কৃতি ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৩ তম আসরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা,শিক্ষক জয়নাল আবেদীন,সংস্কৃতিমান মানিক কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বনকুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মন,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,সংস্কৃতিমান বিবেক সাহা,এসএ কুদ্দুছ খান, শিক্ষক শান্তি সাহা,সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ একুশে দ্যুতি, মিথিল সাহা,সুস্মিতা সাহা।
সঞ্চালনা করেন অরূপ দেবনাথ।
পাঠচক্রে হাড়ি,পাতিল,থালা,গ্লাস,পাখি,টেপা পুতুলসহ অনেক ধরনের মাটির তৈজসপত্র শিশুদের সামনে রেখে আলোচনা করা হয়।পাঠচক্রের শেষে উপস্থিত শিশুদের হাতে টেপা পুতুল উপহার হিসেবে তোলে দেন শিক্ষক মুঞ্জুয়ারা বেগম।