নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে কৃষিতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কৃষক পুরস্কার পেলেন আবু জাফর বাবু।
সূত্রে জানা গেছে শেরপুরের নালিতাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্প প্রথম সংশোধিত এর আওতায় ৭ নং নালিতাবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর বাবু কৃষিতে অনবদ্য অবদান রাখেন । কৃষিতে অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে দ্বিতীয় কৃষক পুরস্কার সনদ প্রদান করেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্প প্রথম সংশোধিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকা এর মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান । এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত কৃষিবিদ সালমা আক্তার ।