শেরপুরের নালিতাবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে প্রেসক্লাব,নালিতাবাড়ীর গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনূষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে উপজেলা হলরুম মেঘমালায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন , প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহসভাপতি বিপ্লব দে কেটু, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আমিরুল ইসলাম, জনকণ্ঠ সংবাদদাতা এম. সুরুজ্জামান, নয়া দিগন্তের আঃ মোমেন, দেশের কন্ঠের জাফর আহমেদ, মানব কন্ঠের এম উজ্জল, আজকের পত্রিকার অভিজিত সাহা, জনবাণীর শাহাদাত হোসেন ও নয়া শতাব্দীর পুলক রায় প্রমুখ।
সভায় নব যোগদানকৃত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা উন্নয়ন, জনসেবাসহ অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।