অমিত চক্রবর্তী,শেরপুর, নালিতাবাড়ীঃ
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৭ জুন শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘ বাওয়ালি একটা অজানা আখ্যান ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৪তম আসরে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কার্তিক সাহা,শিক্ষক সজল কর্মকার,সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী তাসনিম মাশুক ও পৌসি সাহা। এছাড়াও উপস্থিত শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা,শিক্ষক শঙ্করী পাঠক,সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি, মিথিল সাহা,অভিনয় করেন অভি,তিথি,শুভজিৎ,গান পরিবেশন করেন ইঞ্জিনিয়ার রিয়াদ আল ফেরদৌস,সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি।
সঞ্চালনা করেন অরূপ দেবনাথ।