মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে নগদ অর্থ ও বীজ বিতরণ করলেন মতিয়া চৌধুরী

সেঁজুতি নিউজ / ১২০ বার দেখা হয়েছে
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

পুলক রায়,স্টাফ রিপোর্টারঃ নিজ নির্বাচনী এলাকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং কৃষকদের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন ধানের উফসী জাতের বীজ এবং সার বিতরন করেন মতিয়া চৌধুরী। ১৪জুন (শুক্রবার) নালিতাবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী,মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনী থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম দশজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও উপজেলার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে এসব নগদ অর্থ ও বীজ এবং সার বিতরণ করা হয়

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ বীজ ও সার বিতরণ করেন। এতে উপজেলার প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে মোট ৫৯ লক্ষ বিশ হাজার টাকা, নিম্ন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে তিন লাখ টাকা, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে ২২ লাখ টাকা সহ সর্বমোট চৌরাশি লক্ষ বিশ হাজার টাকা অর্থ বিতরন করেন তিনি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ শেখ ফরিদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইম এম মোস্তফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল,অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর