সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

শেরপুরে বিদ্যুদায়িত হয়ে এক শিশুর মৃত্যু

সেঁজুতি নিউজ / ২০৪ বার দেখা হয়েছে
Update : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

সেঁজুতি নিউজ ডেস্কঃ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিরব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
আজ (৩ জুন) বুধবার সন্ধ্যায় উপজেলার দহেড়পাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশু দহেড়পাড় গ্রামের মোতালেব মিয়ার ছেলে। 
পরিবার ও পুলিশ সূত্রে মতে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু নিরব প্রতিবেশী লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সাথে মটারের সংযোগস্থলে রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। 
এ সময় দায়িত্বরত ডাক্তার তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।  তিনি বলেন,  এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কান্না থামছেনা ওই শিশুর মা লিপা বেগমসহ তার পরিবারের সদস্যদের। তাদের মাঝে নেমেছে শোকের ছায়া। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর