সেঁজুতি নিউজ ডেস্কঃ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘সুফিয়া কামাল গণতান্ত্রিক ও নারী মুক্তি আন্দোলনের পথিকৃত’ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৮তম আসরে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন কবি,সাংবাদিক,সম্পাদক,আইনজীবী রফিকুল ইসলাম আধার,কবি,শিক্ষক রবিউল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,শিক্ষক জাহিদুল ইসলাম, কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল,শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী,শিক্ষক ফিরোজ আল মামুন ও শিক্ষার্থী তাসনিম মাশুক। উপস্থাপনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি।এছাড়াও উপস্থিত ছিলেন আবীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,কমরেড দেবদাস চন্দ, আইনজীবী শুধাংসু কালোয়ার,সাবেক কমিশনার সজল সাহা,কৃষক নেতা আনোয়ারুল মঞ্জিল,শিক্ষক মোস্তফা কামাল,আওয়াল হোসেন টুটুল,শিল্পী সৃজন তাপস্বী,শিক্ষক মাহমুদুল আহসান,নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল,শিক্ষক নাজমুন নাহার,শিক্ষক অরুপ দেবনাথ,শিক্ষক শান্তি সাহা,সংগীত শিক্ষক মনি গাঙ্গুলী, সাংবাদিক অমিত চক্রবর্তী,সাংবাদিক মুঞ্জুরুল ইসলাম,সাংবাদিক আসিফ প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন কবি রফিকুল ইসলাম আধার,কবি রবিউল আলম,শিক্ষক মোস্তফা কামাল,অরুপ দেবনাথ,প্রাঞ্জল সাহা।গান পরিবেশন করেন সজল সাহা, সৃজন তাপস্বী,আওয়াল হোসেন টুটুল,মনি গাঙ্গুলি।অভিনয় করেন শিশু শিক্ষার্থী শুভজিৎ,মিথিল।