সেঁজুতি নিউজ ডেস্কঃ
শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নগদ টাকা ও তাসসহ ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে। শনিবার (৬ জুলাই ) সকালে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার বিকেলে পৌরশহরের ছিটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল পৌরশহরের ছিটপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় জুয়া খেলারত অবস্থায় বাজার ছিটপাড়া এলাকার মৃত আলাল উদ্দিনের পুত্র মো. সেলিম মিয়া (৩০), মৃত শাহজাহান বাদশার পুত্র আব্দুল মান্নান (৩০) ও মৃত তাহের আলীর পুত্র দুলাল মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।