মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে অবৈধভাবে দখলকৃত জয়গা উচ্ছেদ

সেঁজুতি নিউজ / ১০৩ বার দেখা হয়েছে
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

সেঁজুতি নিউজ ডেস্কঃ

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নয়ানিকান্দা নতুন গরুহাটি এলাকায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা দখলকৃত ভূমি উচ্ছেদ করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
সোমবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র পরিচালনায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ শতাধিক কৃষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নালিতাবাড়ী পৌর এলাকার নয়ানিকান্দা মহল্লাবাসী ও কৃষকরা জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে একটি আবেদন করেন।
তাদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, একটি মহল জোরপূর্বক সরকারি জায়গা ভরাট করে ঘর নির্মাণ করায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। হুমকির মুখে ছিলো কিছু ফসলি জমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর