শেরপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেহেদী হাসান শামীম,শেরপুর প্রতিনিধি: গ্রামীণ ব্যাংক শেরপুর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শনিবার শহরের বাগরাকসায় গ্রামীণ ব্যাংকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শেরপুর শাখার ব্যবস্থাপক মো: মামুনুর রশীদ এর সার্বিক ত্বত্তাবধানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর যোনের যোনাল ম্যানেজার মো: এমদাদুল হক।এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অডিট অফিসার মো: আনোয়ারুল হক, বোর্ড মেম্বার মনোয়ারা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মো: কামারুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাংবাদিক সংস্থার সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, মানবাধিকার সংস্থা আমাদের আইন জেলা কমিটির সেক্রেটারী সাংবাদিক নাজমুল আলম।এছাড়াও অন্যান্য মধ্যে এরিয়া ম্যানেজার মকুল হোসেনসহ যোনাল অফিস, অডিট অফিস, এরিয়া অফিস, তথ্য কেন্দ্র এবং শেরপুর এরিয়ার সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।