সেঁজুতি নিউজ ডেস্কঃ
শেরপুর নালিতাবাড়ীতে স্বর্গীয় নিশিকান্ত ভাদুড়ী(পন্ডিত স্যার) এর স্মরণে শিল্প সাহিত্য এবং মনন চিন্তার কাগজ বালুচর এর তৃতীয় বর্ষের পঞ্চম সংখ্যা “নিশিকান্ত ভাদুড়ীঃ স্মৃতি তর্পণ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
০৯ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক এনায়েত আলী’র সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা জুবাইদা খাতুন,সিনিয়র সাংবাদিক এম.এ হাকাম হীরা,স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ। উক্ত সংখ্যাটির সম্পাদক রিয়াদ আল ফেরদৌস ও সম্পাদনা পর্ষদে ছিলেন কবি জ্যোতি পোদ্দার ও শিক্ষক সজল কর্মকার। এই বালুচর ধারাবাহিকভাবে তাদের সংখ্যা প্রকাশ করে যাচ্ছে।