সেঁজুতি নিউজ ডেস্কঃ
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১২ জুলাই শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘মুক্তিযুদ্ধে কাটাখালি ও খাটোয়াপাড়া যুদ্ধ ও যুদ্ধ উত্তর প্রজন্ম’ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৯তম আসরে মাসিক কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল এর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক
বক্তব্য উপস্থাপন করেন,কাটাখালি ও খাটোয়াপাড়া যুদ্ধের সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রজব আলী তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক এমএ হাকাম হীরা,স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসানের ছোট ভাই সাদরুল আহসান মাসুম,বীরপুত্র সাব্বির মোকাম্মেল কাজল,সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী। উপস্থাপনা করেন বীরপুত্র লুৎফুল ইসলাম নাহিদ ও সংস্কৃতিমান মানিক সাহা।আওয়াল হোসেন টুটুল,শিক্ষক অরুপ দেবনাথ,শিক্ষক শান্তি সাহা,সংগীত শিক্ষক মনি গাঙ্গুলী,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির আহমেদ বাদশা, সাংবাদিক শাহাদাত তালুকদার, সাংবাদিক অমিত চক্রবর্তী,সাংবাদিক মুঞ্জুরুল ইসলাম,প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন ছড়াকার শহীদুল ইসলাম ফকির,আওয়াল হোসেন টুটুল,প্রাঞ্জল সাহা,তিথি সাহা।গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি ও পৌসি সাহা। কাটাখালি ও খাটোয়াপাড়া যুদ্ধে আশ্রয়দাতা নঈম উদ্দীন এর পরিবারের ৬জন শহীদ হন।এখনো পর্যন্ত তারা স্বীকৃতি পান নি,বক্তারা উক্ত ৬ শহীদের স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।