সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

শেরপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি আহত ১৫ জন

সেঁজুতি নিউজ / ১৮৪ বার দেখা হয়েছে
Update : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

সেঁজুতিনিউজ ডেস্কঃ

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের নিউমার্কেট মোড়, থানা মোড় ও চকবাজার এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শেরপুর সরকারি কলেজে অবস্থান নেন। সেখান থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণের সময় ছাত্রলীগের মুখোমুখি হয়ে পড়েন । এসময় শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপে এক সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এখন পর্যন্ত শহরের সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিবেশ শান্ত করার চেষ্টা করছে।
শেরপুর জেলা ছাত্রলীগ নেতা সানজিদ আল প্রত্যয় বলেন, কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আমরা সমন্বয়ের চেষ্টা করেছি। এসময় তাদের হামলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ আমাদের কয়েকজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর