সেঁজুতি নিউজ ডেস্কঃ
শেরপুর নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদফার দাবীর মুখে সরকার পতন হওয়ায় বিজয় মিছিল করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ৬ আগস্ট সকাল ১১ টায় সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ছাত্ররা কয়েকটি স্লোগান এ মেতে উঠে “আমার দেশ তোমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ” শহীদ মিনার এসে মিছিলটি শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সমন্বয়ক ছানুয়ারা খাতুন। ছাত্রদের দাবী গুলো তুলে ধরে তার মাঝে একটা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের শান্তি বজায় রাখা এবং শান্তি বজায় রাখা।