সেঁজুতি নিউজ ডেস্কঃ
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৯ আগস্ট শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘পথ শিশুদের অবাঞ্চিত জীবন,আমাদের দায়বদ্ধতা’ শিরোনামে একুশে পাঠচক্রের ৫৩তম আসরে সংস্কৃতিমান মানিক সাহার সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন,কমরেড দেবদাস চন্দ,শিক্ষক মুঞ্জুয়ারা বেগম, প্রভাষক স্বপ্না চক্রবর্তী,সঞ্চালনায় অরুপ দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্রাগিস্ট কেমিস্ট নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুসিনা, নাট্যজন আমিনুল ইসলাম,নাট্যজন নিতাই বর্ধন,অভিনেতা আমিনুল ইসলাম, শিক্ষক শঙ্করী সূত্রধর,তরুণ ব্যবসায়ী বিবেক সাহা,সাংবাদিক শাহাদাত তালুকদার,মুক্তমনা তৌফিক হাসান সুহৃদ, সাংবাদিক অমিত চক্রবর্তী,মোঃসুমন প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন একুশে দ্যুতি।