সেঁজুতিনিউজ ডেস্কঃ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘সেপ্টেম্বর অন যশোর রোড ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৫৮ তম আসরে শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী,ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল,শিক্ষক অরূপ দেবনাথ, শিক্ষার্থী তাসনিম মাশুক। উপস্থাপনা করেন স্নেহা সাহা ও মিথিল সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সজল কর্মকার,বংশীবাদক ও শিক্ষক সম্পদ কুমার দে,শিক্ষক শান্তি সাহা, শিক্ষক শঙ্করী , সাংবাদিক শাহাদাত তালুকদার,স্বেচ্ছাসেবী সাব্বির আহমেদ বাদশা,সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি ও গান পরিবেশন করেন শিশু ও গুণীজনেরা।