সেঁজুতিনিউজ ডেস্কঃ
বন্যাদুর্গত শেরপুর নালিতাবাড়ীর বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের তথ্য সংগ্রহ করে শনিবার( ০৫ অক্টোবর) তাদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন বিএনপির নেতাকর্মী । নকলা-নালিতাবাড়ীর দুঃসময়ের কাণ্ডারী জনাব দুলাল চৌধুরীর আর্থিক সহায়তায় যুব ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাক্সিমের নেতৃত্বে পৌরঅঞ্চলে বন্যায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃরাজ্জাক, বাঘবের ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল, কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজর আলী,রুপনারায়ন কুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার এবং শহর বিএনপির যুগ্ন আহবায়ক সিরাজ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।যুবদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাক্সিম
১২টি ইউনিয়নের ত্রাণ সামগ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেছেন, যা আগামীকাল বন্যার্তদের মাঝে বিতরণ হবে।