সেঁজুতিনিউজ ডেস্কঃ
শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে বন্যা কবলিতদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবক’ গত চারদিন যাবৎ ত্রাণসামগ্রী বিতরণ করছে।সেই ধারাবাহিকতায় বন্যার ৫ম দিন মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী উপজেলায় প্রতিদিন বন্যার্ত হাজার মানুষের মাঝে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে।রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির বোতল নৌকা করে স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছে।তরুণদের সংগঠন ‘সেবক’এর ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপি-র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান,সাবেক কমিশনার কামরুজ্জামান কামু,সাবেক মেম্বার মোঃ রফিক, কৃষিবিদ
সাজ্জাদ হোসেন তুলিপ,ব্যবসায়ী
মনির জাহিদি রেজভি,বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃআরিফ,
ইমরান চৌধুরী, রুহুল আমিন খোকন,রকিবুল হাসান রানা,আতিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য সেবক সংগঠক বন্যার প্রথম দিন তারা উদ্ধার কাজও করেন।কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ বলেন,
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ, তাদের পাশে দাঁড়ানো,সহায়তা ও সহযোগিতা করাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবক’এর উদ্দেশ্য।দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালু রাখা সম্ভম হচ্ছে।