সেঁজুতিনিউজ ডেস্কঃ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১১ অক্টোবর শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘মায়ের গল্প ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৬২ তম আসরে শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে আলোচক হিসেবে
বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,শিক্ষক শফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী ,প্রভাষক আব্দুল হান্নান,শিক্ষার্থী তাসনিম মাশুক।প্রবন্ধ পাঠ করেন একুশে দ্যুতি। উপস্থাপনা করেন তরুণ সমাজ সেবক সাব্বির হোসেন বাদশা।পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়াল হোসেন টুটুল, আমিনুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহাদত তালুকদার, ইউসুফ জামিল,চন্দ্রিকা দ্যুতি,প্রাপ্তি দত্ত প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।