সেঁজুতিনিউজ ডেস্কঃ
শেরপুর নালিতাবাড়ীর বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আকস্মিক পাহাড়ি ঢলে এ ভয়াবহ বন্যা পরিস্থিতি স্বচক্ষে দেখে কলসপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তোলে দেন।
কলসপাড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাবার প্যাকেজ (৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি গুড়, ১ কেজি লবণ,২ কেজি তেল,২ কেজি পেঁয়াজ, ১কেজি মুড়ি,২কেজি চিড়া,২কেজি আলু ১কেজি ডাল ) বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,সংগঠনের মহাসচিব এস এম আজাদ হোসেন,ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ,ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা এক এ এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী,সভাপতি আব্দুল কাদের চৌধুরী,সহ সভাপতি স্বাধীন চৌধুরী।
স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেছেন ১২নং কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ,প্রিন্সিপাল মুনীরুজ্জামান।
বিতরণের সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে পারে খুব ভালো লাগছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায় সকলের জন্য দোয়া করি।