সেঁজুতিনিউজ ডেস্কঃ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৮ অক্টোবর শুক্রবার বিকার ৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘নীরব ঘাতক শব্দদূষণ ঃ দায় ও রোধ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৬৩ তম আসরে মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে
বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক রবিউল আলম, শিক্ষক ফিরোজ আল মামুন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী,প্রবন্ধ পাঠ করেন চন্দ্রিকা দ্যুতি। উপস্থাপনা করেন শিক্ষক,আবৃত্তিকার অরুপ দেবনাথ।পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কণ্ঠস্বরের ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল আহসান লিটন।এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,সায়েদুল ইসলাম,শিক্ষক শান্তি সাহা, শিক্ষক শঙ্করী পাঠক, শিক্ষক মনি গাঙ্গুলি,শফিকুল ইসলাম,সাংবাদিক অমিত চক্রবর্তী, মামুন শেখ,এস,এ কুদ্দুছ খান,সেতু আচার্য,প্রান্ত সাহা,তবলা বাদক পাপ্পু চৌহান,একুশে দ্যুতি প্রমুখ।
দ্বিতীয় ভাঁজপত্র ‘কণ্ঠস্বর’ এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন ও শিশু পাঠকদের পুরস্কার হিসেবে বই তোলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।সবশেষে কবিতা পাঠ করেন শিশু শিক্ষার্থীরা।