সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

তবে কি বাংলাদেশের বিপক্ষে কোহলি থাকছেন না?

সেঁজুতি নিউজ / ৩২৬ বার দেখা হয়েছে
Update : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

বিশ্বকাপকে সামনে রেখে ভারতের অধিকাংশ ক্রিকেটার যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন। শনিবারের (২৫ মে) ফ্লাইট ধরাদের মধ্যে নেই বিরাট কোহলি। কাগজপত্রের কাজ এখনও শেষ না হওয়ার কারণেই এমনটি ঘটেছে। ফলে শঙ্কা জেগেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে তাকে দেখা যাবে কি না।
কোহলি বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন। ছবি: সংগৃহীত
কোহলি বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন। ছবি: সংগৃহীত
খেলার সময়

১ মিনিটে পড়ুন
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ৩০ মে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে কোহলির। এমনটি হলে ১ জুন বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন তিনি। নিউইর্য়কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ওই ম্যাচ।


আরও পড়ুন: শক্তির পার্থক্য বুঝিয়ে দিয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

টিম ইন্ডিয়া মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে। তাদের প্রথম গন্তব্য দুবাই, সেখান থেকে যুক্তরাষ্ট্র। ওই বহরে আছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, রিশভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিংরা। আছেন রিজার্ভ দলের সদস্য শুভমান গিল ও খলিল আহমেদ, কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ ভিক্রম রাথোর।

আরও পড়ুন: সিরিজ হেরে শান্ত খুবই হতাশ

কোহলির মতো হার্দিক পান্ডিয়াও ওই বহরে নেই। এই মুহূর্তে তিনি আছেন লন্ডনে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর