সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে আবহা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। অনুষ্ঠানে প্রবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অবদান রাখায় কমিউনিটি নেতাদের বিশেষ সম্মানে ভূষিত করেন প্রবাসী সাংবাদিক ফোরামের নেতারা।
ছবি: সময় সংবাদ
ছবি: সময় সংবাদ
আরিফুর রহমান
১ মিনিটে পড়ুন
সভায় প্রবাসীদের সেবায় বিশেষ অবদান রাখায় আবহা কমিউনিটি ব্যক্তিত্ব বাহাদুর হোসাইন, ফরিদ আহমেদ, আব্দুল মুকিম চৌধুরী, সাজ্জাদ হোসেন, শরীফ হোসেন, শাখাওয়াত হোসেন, এম এ নোমান, মোহাম্মদ ইউনুসকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
আবহা খামিস মোসাইদ কমিউনিটির নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক এম এ খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, সহ-সভাপতি সেলিম উদ্দিন দিদার, সাধারণ সম্পাদক সোহরাব হোসেল লিটন, সহ-সাধারণ সম্পাদক ও বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দফতর সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের রিয়াদ প্রতিনিধি রুস্তম খাঁন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ডিবিসি নিউজের রিয়াদ প্রতিনিধি এস এইচ হেমায়েত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবু, ইয়াছিন মাহমুদসহ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
আরও পড়ুন:স্নিগ্ধাকে লন্ডন সিটির অনার
এ সময় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ প্রবাসের কর্মহীন, অসচ্ছল ও অসুস্থ প্রবাসীদের সেবায় কমিউনিটির নেতাদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানান।