বলিউড বাদশার হঠাৎ হিটস্ট্রোক সবাইকে ভাবিয়ে তোলে। তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অতিরিক্ত তাপমাত্রার কারণে এমনটা হয়েছে জানিয়েছিলেন চিকিৎসক। ভক্তদের মন খারাপ হয়ে যায়, দলের ফাইনাল ম্যাচ দেখতে আর বুঝি আসবেন না শাহরুখ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফাইনাল দেখতে চেন্নাইয়ে উড়াল দিলেন শাহরুখ খান।
তৃতীয় শিরোপা ঘরে আনার জন্য পুরো পরিবারকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্দেশে উড়াল দিয়েছেন কিং খান। ছবি: সংগৃহীত
তৃতীয় শিরোপা ঘরে আনার জন্য পুরো পরিবারকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্দেশে উড়াল দিয়েছেন কিং খান। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
১ মিনিটে পড়ুন
রোববার (২৬ মে) দুপুরে চেন্নাই রওনা হয়েছেন শাহরুখ খান। আজ আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে শাহরুখের দল কলকাতা। তৃতীয় শিরোপা ঘরে আনার জন্য পুরো পরিবারকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্দেশে উড়াল দিয়েছেন কিং খান।
রোববার মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের বিমানে চড়েন তারা। বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ একটি প্রিন্টেড হুডি পরেছিলেন এবং মাথা ঢেকে রেখেছিলেন। সুবিশাল ছাতার নীচ দিয়ে হুডিতে হেঁটে যেতে দেখা গেছে কিং খানকে।
এর আগে গত বুধবার আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহরুখ খানকে। এরপর বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেন তারা। ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি।
আরও পড়ুন: শাহরুখের হিট স্ট্রোক, দুঃসময়ে পাশে ছিলেন সুহানার প্রেমিক
কিং খানকে শেষবার গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। গত বছর বক্স অফিস জুড়ে ছিল শুধু শাহরুখ ধামাকা। আপতত শুটিং থেকে দূরে রয়েছেন সুপারস্টার। শোনা যাচ্ছে, আগামী জুন-জুলাইতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন অভিনেতা।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন শাহরুখ খান