‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৪ মে শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ‘বিরুদ্ধতার শৈল্পিক স্বর কাজী নজরুল ইসলাম ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৪২তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,সঙ্গীত শিল্পী মাঈন উদ্দিন তালুকদার,নাকশি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,সঙ্গীত শিক্ষক সদানন্দ সরকার,তারাগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারি চন্দন কুমার সাহা,সঙ্গীত শিক্ষক তাপস্বী সাহা,শিক্ষক শান্তি সাহা,শিক্ষক মনি গাঙ্গুলি, সাংবাদিক শাহাদাত তালুকদার,এসএ কুদ্দুছ,সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ। দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,অরুপ দেবনাথ,পৌসি সাহা,ইচ্ছে সাহা,মিথিল সাহা।গান পরিবেশন করেন সৃজা সরকার,মোনালি সাহা,অর্পিতা কর্মকার,বৃন্দা সাহা,ঐশ্বরিয়া দত্ত অনন্যা। সঞ্চালনা করেন মানিক সাহা।
nice