সেঁজুতি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেন উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে।
হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন জানা গেছে ভুক্তভোগী ওই কিশোরী তার দ্বিতীয় স্ত্রী। গোপনে এক বছর আগে ওই কিশোরীকে বিয়ে করেছিলেন তিনি। সম্প্রতি তাকে তালাক দেওয়ায় কিশোরীর মা থানায় এই ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের কাগজপত্র দেখাতে পারে তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।