মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সেঁজুতি নিউজ / ৯৩ বার দেখা হয়েছে
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

সেঁজুতিনিউজ ডেস্কঃ


শেরপুর নালিতাবাড়ীতে
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব 
ভাতার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন নালিতাবাড়ী উপজেলা বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার।
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে দু’শতাধিক শিক্ষক মানববন্ধনে প্লেকার্ড হাতে অংশগ্রহণ করেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে গড়কান্দা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক ফোরামের সভাপতি, শহীদ আব্দুর রশীদ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল সানি,পলাশীকুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দীন,ভেদিকুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,এসইএসডিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান প্রমুখ। বক্তারা বলেন, দেশে 
শিক্ষকদের মধ্যে দুই নীতি চলতে পারে না।একশ্রেণীর শিক্ষক সব 
ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন আর বেসরকারি বিদ্যালয়ের 
শিক্ষকরা তা থেকে বঞ্চিত 
হবেন এই বৈষম্য মানা
 যায় না। আমরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছি। দাবি মানা না পর্যন্ত 
আন্দোলন চলবে।
এ সময় বক্তারা 
অনতিবিলম্বে শিক্ষা 
ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার মাধ্যমে 
সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি উৎসব ভাতা,
বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার জন্য প্রয়োজনীয় অর্থ 
বরাদ্দের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর