সেঁজুতিনিউজ ডেস্কঃ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৫ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘পানিদূষণঃপরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৬৪ তম আসরে শিক্ষক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক রবিউল আলম,শিক্ষক লুৎফর রহমান রফিক।উপস্থাপনা করেন শিক্ষক,আবৃত্তিকার অরুপ দেবনাথ।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মুহাম্মদ ইমরুল কায়েস,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,শিক্ষক শান্তি সাহা, শিক্ষক মনি গাঙ্গুলি, শিক্ষক শঙ্করী পাঠক,স্বেচ্ছাসেবী সাব্বির হোসেন বাদশা, সাংবাদিক অমিত চক্রবর্তী,একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি প্রমুখ।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন লুৎফর রহমান রফিক,রাজদ্বীপ সাহা,ইচ্ছে সাহা,প্রাঞ্জল সাহা,সিবা সাহা,তিথি সাহা।কবিতা আবৃত্তি করেন অরুপ দেবনাথ ও অভিনয় করেন শুভজিৎ,অভি।গান পরিবেশন করেন সৃজন তাপসী, রবিউল আলম।