মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে ‘সেবক’ এর বিনামূল্যে স্বাস্থ্য সেবা

সেঁজুতি নিউজ / ৯০ বার দেখা হয়েছে
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

সেঁজুতিনিউজ ডেস্কঃ

শেরপুর নালিতাবাড়ীতে বন্যা দুর্গত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিবিরে চিকিৎসাপত্রের সাথে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) উপজেলার খালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চিকিৎসা শিবিরে বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। ‘সেবক’ স্বেচ্ছাসেবী সংগঠন, নালিতাবাড়ী, শেরপুর এর আয়োজনে ও খালভাঙ্গা যুব ঐক্য কল্যাণ সংঘ, নালিতাবাড়ী, এর সহযোগিতায় তিন শতাধিক বন্যার্ত মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর আগে উপজেলার কলসপাড় ও মরিচপুরান ইউনিয়নে আরও দুই দিনে ৬ শত রোগীসহ মোট ৯০০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করে সংগঠনটি।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেবক স্বেচ্ছাসেবী সংগঠনএর চেয়ারম্যান কৃষিবিদ মো: সাজ্জাদ হোসেন তুলিপ, সহসভাপতি ইমরান হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক এ এস এম রকিবুল হাসান রানা, মহিলা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিক আছিয়া মারিয়াম,চিকিৎসক শিবলী সাদিক বাবু, অর্ক সাহা ও চিকিৎসক সৃষ্টি প্রমূখ।

বন্যাকবলিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকায় ‘সেবক’ স্বেচ্ছাসেবী সংগঠনটি উদ্ধারকাজ, রান্না করা ও শুকনো খাবার বিতরণসহ পূনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এসব কার্যক্রম অব্যাহত রাখতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে এই সংগঠনের পরবর্তী কার্যক্রম আরো গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর