সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

সীমান্তে বিদেশি ৭৭৪ বোতল মদসহ  আটক ২

সেঁজুতি নিউজ / ১৫৫ বার দেখা হয়েছে
Update : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

সেঁজুতিনিউজ ডেস্কঃ

শেরপুর নালিতাবাড়ীতে বিদেশি ৭৭৪ বোতল মদসহ দুইজনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার(৬ নভেম্বর) রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে দু’জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৫) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)

থানা পুলিশের তথ্যমতে, সহকারী পুলিশ সুপার(নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামের নির্দেশক্রমে একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টায় মাদক বিরোধী অভিযানের লক্ষে উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয়। সেই সময় একটি মাইক্রোবাস দাওধারা কাটাবাড়ি থেকে চারআলী বাজার অতিক্রম করতে গেলে পুলিশ গতিরোধ করে মাইক্রোবাসটিতে তল্লাসি চালিয়ে ৭৭৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। সেই সময় মাইক্রোবাস ফেলে তিনজন পালাতে গেলে আশরাফুল ও আলী হোসেন নামক দু’জনকে আটক করে পুলিশ। অন্যদিকে আরেক আসামী আপেল পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, ৭৭৪ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। যার বাজারমুল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর