সেঁজুতিনিউজ ডেস্কঃ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘স্বেচ্ছাসেবী সমাজ বদলের রূপকার ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৬৬ তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন সমাজ সেবক শামসুল আলম সওদাগর,আইনজীবী সুধাংশু কালোয়ার,মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল,প্রভাষক মকবুল হোসেন মুকুল।উপস্থাপনা করেন শিক্ষক,আবৃত্তিকার অরুপ দেবনাথ।
উপস্থিত স্বেচ্ছাসেবীরা তাদের বক্তব্যে কাজের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা উপস্থাপন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক রবিউল আলম, শিক্ষক মাহবুবুর রহমান,বংশীবাদক সম্পদ দে,নাট্যজন আমিনুল ইসলাম, শিক্ষক সজল কর্মকার,শিক্ষক শান্তি সাহা,সাংবাদিক পুলক রায়,সাংবাদিক অমিত চক্রবর্তী,স্বেচ্ছাসেবী ইউসুফ জামিল,রনি প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি ও মিথিল সাহা।সর্বশেষ তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ।